০৯ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার, ০৭:২০:২৬ অপরাহ্ন
নিয়ামতপুরে বইপড়া কর্মসূচি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
  • আপডেট করা হয়েছে : ০৬-১১-২০২৪
নিয়ামতপুরে বইপড়া কর্মসূচি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে বইপড়া কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ কর্মসূচিতে নবম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে এবং প্রতিযোগিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোটগল্প "পোস্টমাস্টার" নির্ধারণ করা হয়। মঙ্গলবার (৫ নভেম্বর ২০২৪) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোহাম্মদ আক্তার জামীল। এছাড়া সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. জাকির হোসেন। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর কবীর এবং সঞ্চালনা করেন ইংরেজি শিক্ষক মো. মাহমুদুল হাসান।


প্রতিযোগিতায় ৫৬ জন নবম শ্রেণির শিক্ষার্থী অংশগ্রহণ করে। বইপড়া প্রতিযোগিতার ফলাফল অনুযায়ী সর্বোচ্চ নম্বর প্রাপ্ত তিনজন শিক্ষার্থীকে তিনটি করে বই ও সার্টিফিকেট প্রদান করা হয়। পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় অতিথিরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়ার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, বই পড়া শিক্ষার্থীদের কল্পনা শক্তি বৃদ্ধি করে, জ্ঞানের পরিধি প্রসারিত করে এবং মেধা বিকাশে সহায়তা করে।



অতিরিক্ত বিভাগীয় কমিশনার তরফদার মোহাম্মদ আক্তার জামীল বলেন, “বই পড়ার অভ্যাস মানুষকে আলোকিত করে এবং সমাজের প্রতি দায়বদ্ধ করে তোলে। এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের মানসিক বিকাশে বিশেষ ভূমিকা রাখে।”


উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "তোমরা বইকে সঙ্গী করো, এটি তোমাদের ভবিষ্যৎ নির্মাণে সহায়ক হবে।" এছাড়া অতিথিরা এই কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।


অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে, যা ভবিষ্যতে নিয়মিতভাবে আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।







শেয়ার করুন