০৯ এপ্রিল ২০২৫, বুধবার, ০৫:২২:২৯ অপরাহ্ন
একদিনের ময়মনসিংহ ট্যুরে যা কিছু আছে দেখার
  • আপডেট করা হয়েছে : ১৮-০১-২০২৫
একদিনের ময়মনসিংহ ট্যুরে যা কিছু আছে দেখার

ইতিহাস ও ঐতিহ্যে ঠাসা ময়মনসিংহ জেলাটি ১৩টি উপজেলা নিয়ে বিস্তৃত। এখানে আছে দেখার মতো অনেক দর্শনীয় স্থান। বিভিন্ন প্রাচীন স্থাপনা ময়মনসিংহকে করেছে আরও সমৃদ্ধ।


একদিনের ট্যুরে যারা ঢাকার আশপাশে ঘুরে বেড়াতে পছন্দ করেন, তাদের জন্য ময়মনসিংহ হতে পারে সেরা এক স্থান। এই জেলায় আছে দেখার মতো অনেক স্থান।


চলুন একনজের দেখে নেওয়া যাক ইতিহাস ও ঐতিহ্যে ঠাসা ময়মনসিংহে আছে কোন কোন দর্শনীয় স্থান। চাইলে পরিকল্পনামাফিক আপনিও ঘুরে আসতে পারেন এসব স্থান থেকে।


একদিনের ময়মনসিংহ ট্যুরে যা কিছু আছে দেখার


১. শশীলজ

২. আলেকজান্ডার ক্যাসেল

৩. গৌরীপুর লজ

৪. শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা

৫. জয়নুল আবেদিন উদ্যান

৬. মিনি চিড়িয়াখানা

৭. ময়মনসিংহ জাদুঘর

৮. সার্কিট হাউজ

৯. এশিয়ান মিউজিক মিউজিয়াম,

১০. স্বাধীনতা স্তম্ভ

১১. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।

১২. বোটানিক্যাল গার্ডেন

১৩. বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে মাছের জাদুঘর

১৪. মুক্তাগাছার জমিদারবাড়ি

১৫. ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি জাদুঘর

১৬. চেচুয়াবিল বা শাপলাবিল


একদিনের ময়মনসিংহ ট্যুরে যা কিছু আছে দেখার


১৭. গৌরীপুরে রাজবাড়ি

১৮. রামগোপালপুর জমিদারবাড়ি

১৯. ঈশ্বরগঞ্জে জমিদারবাড়ি

২০. ফুলবাড়িয়ার অর্কিড বাগান

২১. রাবারবাগান

২২. ধোবাউড়ার চিনামাটির পাহাড়

২৩. হালুয়াঘাটের গাবরাখালী পার্ক

২৪. গফরগাঁওয়ে ভাষাসৈনিক আবদুল জব্বার স্মৃতি জাদুঘর

২৫. ভালুকার কুমিরের খামার ইত্যাদি।


ঢাকা থেকে ময়মনসিংহ যাবেন কীভাবে?

সড়কপথে মহাখালী থেকে বাসে এলে (যানজট না থাকলে) পৌঁছাতে আড়াই থেকে তিন ঘণ্টা সময় লাগে। রেলপথে কমলাপুর বা বিমানবন্দর থেকে ট্রেনে ওঠা যায়। বাসের চেয়ে ট্রেনে একটু বেশি সময় লাগে। ভোর থেকে রাত অবধি অনেক ট্রেন চলাচল করে এ পথে।


শেয়ার করুন