১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ০২:১৬:১০ অপরাহ্ন
‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছুটি কাটাতে এসেছে মাহমুদউল্লাহ’ – খোঁচা ওয়াসিম আকরামের
  • আপডেট করা হয়েছে : ২৬-০২-২০২৫
‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছুটি কাটাতে এসেছে মাহমুদউল্লাহ’ – খোঁচা ওয়াসিম আকরামের

চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেয়েছেন একটা ম্যাচে। নিউজিল্যান্ডের বিপক্ষে সে সুযোগটা কাজে লাগাতে পারেননি অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ। তার এমন হতাশাজনক পারফরম্যান্সের কারণে পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম রীতিমতো ধুয়েই দিয়েছেন তাকে। 


মাহমুদউল্লাহ ১৪ বলে মাত্র ৪ রান করে আউট হন। মাইকেল ব্রেসওয়েলের বলে যখন বড় শট খেলার চেষ্টাটা করলেন তিনি, তখন দল অর্ধেক ব্যাটার খুইয়ে রীতিমতো ধুঁকছে। তবে তার সে চেষ্টা ব্যর্থ হয়েছে পরে। উইল ও'রোর্কের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। এছাড়া ফিল্ডিংয়েও ভুল করেন তিনি, ১০৫ রান করা রাচিন রবীন্দ্রের একটি সহজ ক্যাচ ফেলেন।  


সম্প্রচারকারীদের এক অনুষ্ঠানে আকরাম মাহমুদউল্লাহর ফিল্ডিং নিয়ে কড়া ভাষায় মন্তব্য করেন। তিনি বলেন, ‘এটা তো সহজ ক্যাচ ছিল! মাহমুদউল্লাহকে দেখে মনে হচ্ছে সে যেন ছুটিতে এসেছে। না ব্যাটিং হচ্ছে, না বোলিং।’


গতি তারকা আকরাম বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও নিজের মত প্রকাশ করেন। তার মতে, দলটিকে এখন অভিজ্ঞ খেলোয়াড়দের ছেড়ে তরুণদের প্রস্তুত করা উচিত। 


তিনি বলেন, ‘এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য শেখার সময়। তারা মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিমকে দলে নিয়েছে, যারা যথাক্রমে ৩৯ ও ৩৭ বছর বয়সী। এখন উচিত তরুণ খেলোয়াড়দের সাদা বলের ক্রিকেটের জন্য প্রস্তুত করা এবং এই অভিজ্ঞদের লাল বলের ক্রিকেটে সুযোগ দেওয়া, যদি তারা খেলতে চায়। সাদা বলের ক্রিকেট হলো ভয়ডরহীন খেলার জায়গা। বাংলাদেশকে এটা নিয়েই ভাবতে হবে, পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল তৈরি করতে হবে।’


আকরামের মতে, বাংলাদেশকে সাহসী ক্রিকেটার তৈরি করতে হবে এবং আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল গঠনে মনোযোগ দিতে হবে।


শেয়ার করুন