১৯ এপ্রিল ২০২৫, শনিবার, ০৮:৩৪:১৬ পূর্বাহ্ন
খাগড়াছড়িতে অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই
  • আপডেট করা হয়েছে : ০৮-০৩-২০২৫
খাগড়াছড়িতে অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই

খাগড়াছড়ির দীঘিনালায় লারমা স্কয়ারে আগুনে পুড়েছে অন্তত ১০টি দোকান। শুক্রবার  দিবাগত রাত ৩টার দিকে লারমার স্কয়ারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত। প্রায় আধা ঘণ্টার বেশি সময় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।


স্থানীয়রা জানান, রাত ৩টার দিকে লারমা স্কয়ারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। স্থানীয়দের সহযোগিতায় আধা ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। পুড়ে যাওয়া দোকানগুলোতে বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী ছিল।


বিষয়টি নিশ্চিত করে দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া বলেন, আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।


আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।


শেয়ার করুন