ফিলিস্তিনের গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে গতকাল সোমবার (৭ এপ্রিল) দিনভর বিক্ষোভে উত্তাল ছিল গোটা দেশ। স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা এদিন রাজপথে নেমে আন্দোলন করেছেন। এবার আগামী শনিবার (১২ এপ্রিল) প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে ‘মার্চ ফর গাজা’ শিরোনামে বিক্ষোভ সমাবেশ ও গণজমায়েত কর্মসূচি দেওয়া হয়েছে।
ওই দিন রাজধানীর শাহবাগে কর্মসূচির শুরু, শেষ হবে মানিক মিয়া এভিনিউতে। এ কর্মসূচিতে উপস্থিত থাকার কথা জানিয়েছেন ইসলামিক স্কলার ও বক্তা ড. মিজানুর রহমান আজহারি, ক্রিকেটার মাহমুদ উল্লাহ রিয়াদ, আরেক ইসলামিক স্কলার ও বক্তা শায়খ আহমাদুল্লাহ, জাতীয় নাগরিক পার্টির (দক্ষিণাঞ্চল) সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ অনেকেই।
গতকাল সোমবার (৭ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারি বলেন, প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে ফিলিস্তিনের গাজায় সংঘটিত শতাব্দীর বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’ শিরোনামে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজমায়েতের আয়োজন করা হচ্ছে। আগামী ১২ এপ্রিল (শনিবার) শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে এ মার্চটি শেষ হবে।
ইনশাআল্লাহ আমি সশরীরে এ বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকব। আপনারাও দলে দলে যোগদান করুন।
তিনি আরও বলেন, মানবতার পক্ষে, ন্যায়ের পক্ষে, গাজাবাসীদের পক্ষে, দল-মত, জাতি-পেশা-নির্বিশেষে এ বিক্ষোভে অংশগ্রহণের জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি।
একই দিনে আরেক ইসলামিক বক্তা শায়খ আহমাদুল্লাহ ভিডিও বার্তায় বলেছেন, শতাব্দীর এ বর্বরোচিত গণহত্যার বিরুদ্ধে আমরা দাঁড়াতে চাই।
তাই ১২ এপ্রিল (শনিবার) শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউতে পর্যন্ত একটি বিশাল মার্চ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ আমি নিজেও এতে অংশ নেব। মানবতা ও ন্যায়ের পক্ষে, গাজার নির্যাতিত মানুষের পক্ষে দল-মত, ধর্ম-বর্ণ, পেশা-নির্বিশেষে সবাইকে আমি এ গণজমায়েতে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদও ভিডিও বার্তায় ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে উপস্থিত থাকবেন বলে ভিডিও বার্তায় জানিয়েছেন। তিনি ভিডিও বার্তায় বলেছেন, আগামী ১২ এপ্রিল (শনিবার) বিকেল ৩টায় শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত ‘মার্চ ফর গাজা’ শিরোনামে একটি কর্মসূচি অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, আসুন, আমরা সবাই মিলে, সর্বস্তরের মানুষ এ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করি। ফিলিস্তিনবাসীর প্রতি আমাদের পূর্ণ সমর্থন পুরো বিশ্বকে জানিয়ে দিই।
এ ছাড়া এই কর্মসূচিতে দল-মত-নির্বিশেষে সবাইকে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (দক্ষিণাঞ্চল) সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি এক ভিডিও বার্তায় এসব কথা বলেন।
এ ছাড়াও এই মার্চে অংশ নেবেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক মো. আবু সাদিক (কায়েম) এবং জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সেক্রেটারি মুফতি রেজাউল করিম আবরার।
কর্মসূচির আয়োজক ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ ফেসবুক পেজ ঘুরে দেখা গেছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসাইন রাজীসহ আরও অনেক ইসলামিক বক্তা, রাজনীতিবিদ, শিক্ষক, খেলোয়াড়সহ অনেকের ভিডিও বার্তা শেয়ার করা হয়েছে। সবার কণ্ঠে ফিলিস্তিনের গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদের জন্য সবাইকে এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।