১৫ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ০১:০২:৩২ অপরাহ্ন
চাটমোহরে তিন দিনব্যাপী চড়ক পূজা ও মেলা
  • আপডেট করা হয়েছে : ১৩-০৪-২০২৫
চাটমোহরে তিন দিনব্যাপী চড়ক পূজা ও মেলা

পাবনার চাটমোহর উপজেলা বোঁথর গ্রামে রবিবার (১৩ এপ্রিল) থেকে শুরু হয়েছে উপমহাদেশের বিখ্যাত মহাদেব ও চড়ক পূজা এবং মেলা।  তিনদিন চলবে এই মেলা। এই চড়ক পূজা ও মেলায় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের অসংখ্য হিন্দুর সমাগম ঘটে। চৈত্র সংক্রান্তির আগের দিন মরা বড়াল নদের তীরের  বোঁথর গ্রামটি হয়ে উঠেছে তীর্থ ক্ষেত্রের কেন্দ্রবিন্দুতে। সিন্ধু সভ্যতা থেকেই চাটমোহরের বোঁথর গ্রামে এই চড়ক পূজা ও মেলা হয়ে আসছে। 


এদিকে ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন। মোতায়েন করা হয়েছে ২০ জন পুলিশ। রয়েছে স্বেচ্ছাবেক বাহিনী। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনজুরুল আলম,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক অশোক চক্রবর্তী বোঁথর চড়কবাড়ি পরিদর্শন করেছেন।   


শত শত বছর ধরে চলছে এই পূজা ও মেলা। মূলতঃ ২২ চৈত্র সন্ধ্যায় পাঠ ঠাকুরের পাটে ধূপ দিয়ে শুরু হয়েছে পূজার আনুষ্ঠানিকতা। বোঁথর শিব মন্দির থেকে পাঠ ঠাকুর নিয়ে যাওয়া হয় বাড়ি বাড়ি। ২৬ ও ২৭ চৈত্র ফুল ভাঙ্গা ও কালি নাচ শুরু হয়। তারপর প্রতিমা আসনে বসে। চৈত্র সংক্রান্তির সন্ধ্যায় (সরকারি পঞ্জিকা মতে পহেলা বৈশাখ) প্রায় ১৩ হাত লম্বা চড়ক গাছ আনুষ্ঠানিকভাবে ঘোরানো হয়। রবিবার সকাল থেকেই পূজারীরা ফুল,দুধ ও চিনি দিয়ে চড়ক গাছে পূজা দিচ্ছেন। মহাদেব মন্দিরের চালে বাতাসা ছিটানো হচ্ছে মঙ্গলার্থে। অনেকে মানত পরা করতে কুলা,ফলমূল আর সিঁদুর নিয়ে মহাদেব মন্দির প্রদক্ষিণ করছেন। অনেকদিন পরে এবারের মেলা জমজমাট হয়ে উঠেছে।   


বোঁথর একটি গ্রাম। চাটমোহর পৌর শহর সংলগ্ন বড়াল নদের উত্তর পাড়ের আদর্শ গ্রাম এটি। চৈত্র মাসের শেষ সপ্তাহে উৎসবমূখর হয়ে ওঠে গ্রামটি। দেশ-বিদেশের আত্মীয়-স্বজন আসে এই মেলায়। এক সময় চলনবিল অঞ্চলের সকল নতুন-পুরাতন জামাইকে আনতে হতো মেলা উপলক্ষে। সকল পণ্যই মিলতো এই মেলায়। হিন্দু-মুসলমানের সম্প্রীতির ক্ষেত্র ছিল এই মেলা। সে সব এখন ইতিহাস। বোঁথর চড়ক পূজা ও মেলার যাবতীয় আনুষ্ঠানিকতা ঠিক আছে,শুধু কমেছে মেলার জৌলুস।

শেয়ার করুন