পাবনার চাটমোহরে সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ বরণ করা হয়েছে। আয়োজনমালায় ছিলো শোভাযাত্রা,বিভিন্ন প্রতিযোগিতা,গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা,হাডুডু খেলা,ফুটবল খেলা,আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
পহেলা বৈশাখ সোমবার সকাল ৯টায় চাটমোহর উপজেলা প্রশাসনের আয়োজনে বের হয় বর্নাঢ্য শোভাযাত্রা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী ও থানার অফিসার ইনচার্জ মোঃ মনজুরুল আলমের নেতৃত্বে শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিলসহ সরকারি কর্মকর্তা-কর্মচারী,পৌর বিএনপি’র সভাপতি আসাদুজ্জামান আরশেদ,সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল,বিএনপি নেতা অধ্যক্ষ আঃ রহিম কালু,সেলিম রেজা,নুরুল করিম খান আরজ,এ্যাড.সাইদুর রহমানসহ বিএনপি ও অঙ্গ সংগঠণের নেতা-কর্মী,মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সঞ্জু,প্রধান শিক্ষক আরকেএম আঃ রব মিঞাসহ শিক্ষকমন্ডলী,প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েলসহ সাংবাদিকবৃন্দ,শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেলে বালুচর খেলার মাঠে ছিলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা ও হাডুডু খেলা।
চাটমোহর প্রেসক্লাবের আয়োজনে ছিলো পান্তা-পেঁয়াজ-মরিচ,আলোচনা ও শোভাযাত্রা। প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন,সহ সভাপতি সঞ্জিত সাহা কিংশুক,সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা,সহ সম্পাদক মোঃ নুরুল ইসলাম,দৈনিক সমকালের শামীম হাসান মিলন,আমাদের সময়ের ইকতেখার আহমেদ টুটুল,আজকের পত্রিকার শুভাশীষ ভট্টাচার্য তুষার,মোঃ ইশারত আলী ভোরের কাগজের বকুল রহমান,কার্যকরী সদস্য সাইফুল ইসলাম,সালাহ উদ্দিন খান সোহেল,জাহাঙ্গীর আলম মধু,হাবিবুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলা বর্ষবরণ উপলক্ষে উপজেলার হান্ডিয়াল সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ দু’দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। সোমবার সকালে বের করা হয় বর্নাঢ্য শোভাযাত্রা। ছিলো বিভিন্ন প্রতিযোগিতা,ফুটবল খেলা ও র্যাফেল ড্র।
চাটমোহর উপজেলা ও পৌর বিএনপি’র একাংশ সোমবার সকালে শোভাযাত্রা বের করে। সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল করিম তারেক,পৌর বিএনপির সাবেক সভাপতি এ এম জাকারিয়া,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ জিয়ারুল হক সিন্টুর নেতৃত্বে শোভাযাত্রাটি চাটমোহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এছাড়া চাটমোহর মহিলা ডিগ্রী কলেজ,সরকারি আরসিএন এন্ড বিএসএন মডেল পাইলট উচ্চ বিদ্যালয়সহ উপজেলার াবিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।