১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৮:৫২:৪১ অপরাহ্ন
আইপিএলের জন্য চাকরি ছাড়লেন স্পিন কোচ
  • আপডেট করা হয়েছে : ২৯-০৭-২০২২
আইপিএলের জন্য চাকরি ছাড়লেন স্পিন কোচ

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সহকারী কোচের চাকরি ছাড়লেন ভারতীয় স্পিন কোচ শ্রীধর শ্রীরাম।

এমন সিদ্ধান্তে নেপথ্যে রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএল।

শ্রীরাম আইপিএল ফ্রাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কোচিং প্যানেলের অন্যতম সদস্য।

আর আইপিএলে মনোযোগী হতেই অসিদের সঙ্গে দীর্ঘ ছয় বছরের সম্পর্কের ইতি টানলেন তিনি।

এক বিবৃতিতে শ্রীরাম বলেন, ‘প্রায় ছয় বছর অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সঙ্গে কাজ করার পর আমি এই সহকারী কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’

এক আবেগী বার্তায় শ্রীরাম বলেন, আমাকে সমর্থনের জন্য আমি ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। বিশেষ করে দলের প্রধান কোচ ড্যারেন লেহম্যান, জাস্টিন ল্যাঙ্গার এবং অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড এবং অসি দলের অধিনায়ক স্টিভ স্মিথ, টিম পেইন, অ্যারন ফিঞ্চ ও প্যাট কামিন্সকে ধন্যবাদ জানাতে চাই।  তারা সবাই আমার ওপর বিশ্বাস করে আমাকে দায়িত্ব এগিয়ে নিয়ে যেতে দিয়েছিলেন।

২০১৬ সালে তৎকালীন হেড কোচ ড্যারেন লেহম্যানের অধীনে অস্ট্রেলিয়ার কোচিং প্যানেলে যোগ দিয়েছিলেন শ্রীরাম। অ্যাডাম জাম্পা ও অ্যাশটন অ্যাগারের ক্যারিয়ারের নেপথ্য নায়ক এ ভারতীয় স্পিন কোচ।  নাথান লিয়নের সঙ্গেও অনেক কাজ করেছেন শ্রীধর।

শেয়ার করুন