২৬ এপ্রিল ২০২৫, শনিবার, ০৫:৩০:৪২ অপরাহ্ন
বার কাউন্সিল পরীক্ষার ফলাফল প্রকাশ, উত্তীর্ণ ১৩২৫৮
  • আপডেট করা হয়েছে : ২৬-০৪-২০২৫
বার কাউন্সিল পরীক্ষার ফলাফল প্রকাশ, উত্তীর্ণ ১৩২৫৮

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) এমসিকিউ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় মোট ১৩ হাজার ২৫৮ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।


শুক্রবার (২৫ এপ্রিল) রাতের দিকে বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। এর আগে, একই দিন বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়।


চলতি বছরের এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণের জন্য উপযুক্ত প্রার্থীর সংখ্যা ছিল ৪০ হাজার ৬২৭ জন।


আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হতে হলে শিক্ষার্থীদের বার কাউন্সিলের তিন ধাপের পরীক্ষা—এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। এই তিন ধাপ সফলভাবে সম্পন্ন করার পরেই একজন প্রার্থী জেলা আইনজীবী সমিতির সদস্য হয়ে পেশাগতভাবে আইনজীবী হিসেবে কাজ করার অনুমতি পান।


শেয়ার করুন