২৬ এপ্রিল ২০২৫, শনিবার, ১১:৫৬:৩১ অপরাহ্ন
কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের লড়াই হাজার বছর ধরে চলছে: ট্রাম্প
  • আপডেট করা হয়েছে : ২৬-০৪-২০২৫
কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের লড়াই হাজার বছর ধরে চলছে: ট্রাম্প

কাশ্মীরের পহেলগামে সশস্ত্র হামলার প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর নিয়ে হাজার বছর ধরে লড়াই চলছে।


রোমে যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্পকে এক সাংবাদিক ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা সম্পর্কে জিজ্ঞাসা করলে ট্রাম্প জানান, তিনি ভারত ও পাকিস্তান উভয়েরই ঘনিষ্ঠজন।


হোয়াইট হাউসের প্রকাশিত অডিও ফাইল অনুসারে ট্রাম্প বলেছেন, আমি ভারতের খুব কাছের এবং আমি পাকিস্তানের খুব কাছের। তারা কাশ্মীর নিয়ে হাজার বছর ধরে লড়াই চালিয়ে আসছে, সম্ভবত তার চেয়েও বেশি সময় ধরে।


প্রেসিডেন্ট উল্লেখ করেন, তারাই (ভারত এবং পাকিস্তান) কোনো না কোনোভাবে বিষয়টির সমাধান করবে। আমি নিশ্চিত।


২০১৯ সালে প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদকালে ট্রাম্প ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করার আগ্রহ প্রকাশ করেছিলেন।


দ্য ওয়্যারের প্রতিবেদন অনুসারে, তিনি বারবার কাশ্মীরে ভারত ও পাকিস্তানের মধ্যে 'বিস্ফোরক পরিস্থিতির' ওপর 'যথাসম্ভব মধ্যস্থতা করার বা কিছু করার' ইচ্ছা প্রকাশ করেছিলেন।


ট্রাম্প তখন বলেছিলেন, কাশ্মীর খুবই জটিল একটা জায়গা। হিন্দু আছে, মুসলিম আছে, আর আমি বলব না যে, তারা এতো ভালোভাবে মিশে যায়।


শেয়ার করুন