২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ১০:২৬:০৩ অপরাহ্ন
নির্বাচনে জিতে নাচলেন কানাডার নতুন প্রধানমন্ত্রী
  • আপডেট করা হয়েছে : ২৯-০৪-২০২৫
নির্বাচনে জিতে নাচলেন কানাডার নতুন প্রধানমন্ত্রী

কানাডায় সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন লিবারেল পার্টির জয়ের খবরে উৎসবে মেতে ওঠেন দলটির কর্মী-সমর্থকরা। স্থানীয় সময় সোমবার দিনগত রাতে কানাডার অটোয়াতে লিবারেল পার্টির নির্বাচনী সদরদপ্তর বর্ণিল আলোয় ঝলমল হয়ে ওঠে।


কর্মী-সমর্থকরা নেচে-গেয়ে জয় উদযাপন করেন। তাদের সঙ্গে যোগ দেন নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তাকে গানের তালে নাচতে দেখা যায়। এ সময় দলের হুডি পরা ছিলেন কার্নি।


সোশ্যাল মিডিয়ায় কার্নির নাচের ছবি প্রকাশ করেছেন অনেকে। তাতে দেখা যায়, হাস্যোজ্জ্বল কার্নি আনন্দে মাতোয়ারা। তিনি নেচে জয় উদযাপন করছেন। সমর্থকদের একটি দল তার চারপাশ ঘিরে উৎসাহ দিচ্ছেন।


টানা চতুর্থবারের মতো কানাডার সাধারণ নির্বাচনে জয় পেয়েছে লিবারেল পার্টি। নির্বাচনে দলের জয়ের মাধ্যমে তিনি দ্বিতীয় মেয়াদে কানাডার সরকারপ্রধান হতে যাচ্ছেন।


৬০ বছর বয়সি মার্ক কার্নি গত মাসে জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হয়ে লিবারেল পার্টির নেতা এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ট্রুডো জানুয়ারিতে প্রায় এক দশক ক্ষমতায় থাকার পর জনপ্রিয়তা হারিয়ে পদত্যাগ করেন। কার্নি প্রথম ব্যক্তি যিনি আইনপ্রণেতা না হয়ে বা মন্ত্রিসভার কোনো অভিজ্ঞতা ছাড়াই কানাডার প্রধানমন্ত্রী হয়েছেন।


কার্নির জন্ম ১৯৬৫ সালে কানাডার উত্তর-পশ্চিম টেরিটরিজের ফোর্ট স্মিথে এবং তিনি আলবার্টায় বেড়ে ওঠেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং অক্সফোর্ড থেকে স্নাতকোত্তর ও ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তিনি ব্যাংক অব কানাডা (২০০৮-২০১৩) এবং ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর (২০১৩-২০২০) হিসেবে দায়িত্ব পালন করেছেন, যা তাকে আর্থিক সংকট মোকাবিলায় দক্ষ নেতা হিসেবে পরিচিত করেছে।


শেয়ার করুন