সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির ও এর অঙ্গ সংগঠনের ১০ নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে সংগঠনটি। এরমধ্যে বিএনপির ৭ নেতার পদ স্থগিতের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ৩ নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার (২ মে) রাত ৮টার দিকে সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে উল্লাপাড়া পৌর বিএনপি নেতা বেলাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, পৌর বিএনপির সাবেক সদস্য আশরাফুল ইসলাম মিন্টু,পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মো. মুকুল হোসেন, পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী, বড়হর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাবু, উপজেলা বিএনপির সাবেক সদস্য মিজানুর রহমান বাবু।
এছাড়া উল্লাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আবু হাসান অভি, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মো. খোকন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শাহ জালালকে সাংগঠনিক ব্যবস্থা নিতে সংগঠনগুলোকে নির্দেশ দিয়েছে জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি অস্বীকার করেছেন উল্লাপাড়া পৌর সভার সাবেক মেয়র ও বিএনপির নেতা বেলাল হোসেন। তিনি বলেন, এটা ষড়যন্ত্র। দলীয় কোন্দলের কারণে এটা করা হয়েছে । আমি দলের হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করছি।