যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার বিষয়ে আগে বিভিন্ন সময় ইঙ্গিত দিলেও এবার তা সরাসরি অস্বীকার করেছেন। তিনি বলেছেন, এমন কোনো পরিকল্পনা বা চিন্তা-ভাবনা তার নেই।
ট্রাম্প বলেন, ‘আমি দুই মেয়াদে দায়িত্ব পালন করেই সন্তুষ্ট থাকব। আমার কাছে এটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমি ৮ মেয়াদের প্রেসিডেন্ট হতে চাই না।’
এনবিসি নিউজের জনপ্রিয় অনুষ্ঠান মিট দ্য প্রেস–এ দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। সাক্ষাৎকারটি সম্প্রচারিত হওয়ার কথা রয়েছে রোববার।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সংবিধানের ২২তম সংশোধনী অনুযায়ী, কেউই দুই মেয়াদের বেশি সময় ধরে দেশটির প্রেসিডেন্ট পদে থাকতে পারেন না— হোক তা টানা বা বিচ্ছিন্নভাবে। তবে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় ফিরে আসার সম্ভাবনা নিয়েই এখন পর্যন্ত বেশি আলোচনায়।
তবে এ বছরের শুরুতে রিপাবলিকান কংগ্রেস সদস্য অ্যান্ডি ওগলজ এক প্রস্তাব উত্থাপন করেন, যেখানে প্রেসিডেন্টের জন্য তিন মেয়াদের সুযোগের কথা বলা হয়। প্রস্তাবটিতে উল্লেখ করা হয়, কেউ টানা দুই মেয়াদে দায়িত্ব পালন করতে পারবেন মাত্র একবারই।
এরপর মার্চ মাসে ট্রাম্প ইঙ্গিত দেন, তিনি তৃতীয় এমনকি চতুর্থ মেয়াদে প্রেসিডেন্ট হতে চাইলে তার সুযোগ রয়েছে। তিনি বলেন, এমন কিছু উপায় আছে, যার মাধ্যমে তা সম্ভব। তবে তখন তিনি কোনো সুস্পষ্ট পরিকল্পনার কথা বলেননি।
সম্প্রতি, প্রেসিডেন্ট নির্বাচনের আগাম প্রচারণার অংশ হিসেবে ‘ট্রাম্প ২০২৮’ লেখা হ্যাট বিক্রি করছে ট্রাম্পের কোম্পানি ‘দ্য ট্রাম্প অর্গানাইজেশন’। এ নিয়ে জল্পনা আরও বেড়েছে যে, ২০২৯ সালে মেয়াদ শেষের পর তিনি আবার প্রেসিডেন্ট পদে লড়তে পারেন।
তবে ট্রাম্প বলেন, ‘অনেকে হ্যাট বানাচ্ছে মানেই আমি বিষয়টি নিয়ে ভাবছি, এমন নয়। আমার জানা মতে, এমন কিছু করা আইনগতভাবেও সম্ভব নয়।’
তিনি আরও বলেন, রিপাবলিকানদের মধ্য থেকেই তার স্থলাভিষিক্ত হওয়ার মতো নেতারাও আছেন। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নাম উল্লেখ করেন তিনি।
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের মেয়াদ নির্ধারণের ইতিহাস ঘেঁটে দেখা যায়, জর্জ ওয়াশিংটনের সময় থেকেই দুই মেয়াদের রীতি চালু ছিল, যদিও তা ছিল অলিখিত। ব্যতিক্রম ঘটান ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, যিনি ১৯৩৩ সাল থেকে টানা চারবার প্রেসিডেন্ট নির্বাচিত হন। তাঁর মৃত্যুর পর, ১৯৫১ সালে সংবিধানে সংশোধন এনে প্রেসিডেন্টের মেয়াদ সর্বোচ্চ দুইবারে সীমাবদ্ধ করা হয়।
এ নিয়ম পরিবর্তন করতে হলে কংগ্রেসের দুই কক্ষের দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন ও যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের তিন-চতুর্থাংশের অনুমোদন প্রয়োজন। বাস্তবতা বলছে, এমন কোনো উদ্যোগ এখন দৃশ্যমান নয়।