ঢাকার দোহার পৌরসভার প্রথম মেয়র আব্দুর রহিম মিয়া (৯৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্যজনিত কারণে বুধবার সকালে নিজ বাড়িতে তিনি মারা যান।
২০০০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত একটানা মেয়রের দায়িত্ব পালন করেছেন আব্দুর রহিম। দীর্ঘ সময়ে একজন দক্ষ প্রশাসক হিসেবে দলমতের উর্ধ্বে থেকে কাজ করেছেন তিনি।
আব্দুর রহিম দোহার সদর জয়পাড়া হাজি বাড়ির আব্দুল বাকির ছেলে। তার বাবা ছিলেন একজন স্বনামধন্য ব্যবসায়ী ।
পারিবারিক সূত্র জানায়, আব্দুর রহিম মিয়া ব্যক্তি জীবনে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। দীর্ঘসময় দোহার পৌর বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন ছিলেন।
দোহারের সাবেক মেয়রের মৃত্যুতে ঢাকা-১ আসনের সাবেক সংসদ সদস্য যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, তৃণমূল বিএনপির নিবার্হী চেয়ারপার্সন সেলিমা অন্তরা হুদা শোক ও সমবেদনা জানিয়েছেন।