০৮ মে ২০২৫, বৃহস্পতিবার, ১০:৩১:০৪ অপরাহ্ন
গর্ভাবস্থার অভিজ্ঞতা নিয়ে যা বললেন দীপিকা
  • আপডেট করা হয়েছে : ০৮-০৫-২০২৫
গর্ভাবস্থার অভিজ্ঞতা নিয়ে যা বললেন দীপিকা

বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন দম্পতির মেয়ে দুয়া পাড়ুকোন সিংয়ের ছবি এখনো প্রকাশ্যে আনেননি। অন্তঃসত্ত্বা অবস্থার অভিজ্ঞতা নিয়েও তিনি কখনই কথা বলেননি। তবে এবার এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন তার গর্ভাবস্থা বেশ জটিল সমস্যার কথা। সেই সঙ্গে জানালেন কীভাবে মেয়ের নাম রাখলেন তারা।


এ দম্পতি গত বছর ফেব্রুয়ারি মাসে ঘোষণা করেছিলেন, তারা বাবা-মা হতে চলেছেন। তাদের ঘর আলো করে আসছে নতুন সদস্য। সেই মতে ৮ সেপ্টেম্বর জন্ম নেয় দুয়া। দীপিকা বলেন, সন্তান জন্ম দেওয়ার আগের ৮-৯ মাস আমাকে খুব কষ্ট করতে হয়েছিল। অন্তঃসত্ত্বা অবস্থায় ভীষণ জটিলতা তৈরি হয়েছিল। সেই সময় এ বিষয়ে কোনো কিছু বলেননি অভিনেত্রী।


মানসিক স্বাস্থ্য নিয়ে আগেও কথা বলেছেন দীপিকা পাড়ুকোন। দুয়ার জন্মের পর কেমন ছিল তার মানসিক স্বাস্থ্য? এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, এ সময়ে তিনি ঠিকই ছিলেন। অন্তঃসত্ত্বা অবস্থায় অনেকেই নিয়মিত তার খোঁজ নিতেন। এ বিষয়ে দীপিকা বলেন, আমি সত্যিই সৌভাগ্যবতী— কিছু মানুষকে আমার জীবনে পেয়েছি। যে কোনো প্রয়োজনে ওদের পাশে পাওয়া যায়।


সন্তানের নামকরণ নিয়েও বিস্তর ভেবেছিলেন দীপিকা ও রণবীর। অভিনেত্রী বলেন, জন্মের পর শিশুকে কোলে নেব, তাকে এই পৃথিবীটা দেখতে দেব। ওর ব্যক্তিত্বের কিছুটা বৃদ্ধি হবে। এ বিষয়গুলো আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। তবে একদিন হঠাৎ মধ্যরাতে শুটিং করার সময়ে রণবীর জানতে চান— দুয়া নামটি কেমন? নাম পছন্দ হয়ে যায় দীপিকার। কবিতা ও সংগীতের থেকে অনুপ্রাণিত হয়ে এই নাম রাখা হয়েছে বলে জানান অভিনেত্রী। তিনি বলেন, আমাদের কাছে ও (দুয়া) কতটা গুরুত্বপূর্ণ তা বোঝানোর জন্য এই নামটিই যথাযথ।


দীপিকা ও রণবীর তাদের কন্যার এক জোড়া পায়ের ছবি সামাজিক মাধ্যমে দিয়ে ভক্ত-অনুরাগীদের শেয়ার করে নিয়েছিলেন। অনুরাগীরা অপেক্ষা করে আছেন, কবে একরত্তির মুখ প্রকাশ্যে আনবেন এ তারকা দম্পতি।


শেয়ার করুন