যৌথ নিরাপত্তা পরিষদ গড়তে চলেছে জার্মানি ও ফ্রান্স। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রো প্রতিরক্ষার ক্ষেত্রে সহযোগিতা আরো সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছেন।
এর আওতায় যৌথ প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদ গড়ে তোলা হবে বলে সূত্রের বরাতে জানিয়েছে জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে।
জার্মান চ্যান্সেলর হিসেবে কার্যভার গ্রহণের পরের দিনই বিদেশ সফরের প্রথম গন্তব্য হিসেবে ম্যার্ৎস বেছে নিয়েছেন প্যারিস। সেখানে দুই শীর্ষ নেতা ইউরোপের নিরাপত্তা ও প্রতিরক্ষার ক্ষমতা বাড়ানোর অঙ্গীকার করেন।
জার্মান চ্যান্সেলর হিসেবে কার্যভার গ্রহণের পরের দিনই বিদেশ সফরের প্রথম গন্তব্য হিসেবে ম্যার্ৎস বেছে নিয়েছেন প্যারিস
ম্যার্ৎস বুধবারই পোল্যান্ড সফর করছেন। এরআগে, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের ব্যাপারেও কথা বলেছেন ম্যার্ৎস। তিনি নিশ্চিত করেছেন, আসছে সপ্তাহে তিনি কিয়েভ ঘুরে আসবেন। ম্যার্ৎস জানিয়েছেন, তিনি রাশিয়াকে শান্তি চুক্তি এবং দীর্ঘমেয়াদী যুদ্ধ বন্ধের আহ্বান জানাবেন।