০৯ মে ২০২৫, শুক্রবার, ০৬:২৯:১৬ অপরাহ্ন
নাহিদের স্লোগান, যমুনার সামনে জড়ো হচ্ছেন বিভিন্ন সংগঠনের নেতা–কর্মীরা
  • আপডেট করা হয়েছে : ০৯-০৫-২০২৫
নাহিদের স্লোগান, যমুনার সামনে জড়ো হচ্ছেন বিভিন্ন সংগঠনের নেতা–কর্মীরা

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে এনসিপির পাশাপাশি অবস্থান নিচ্ছেন বিভিন্ন সংগঠনের নেতা–কর্মীরা।  



বৃহস্পতিবার রাত একটার পর হেফাজতে ইসলামের বেশ কিছু নেতা–কর্মী যমুনার সামনে যান। তারা সেখানে এনসিপির নেতা–কর্মীদের পাশেই অবস্থান নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে স্লোগান দিচ্ছেন।



রাত দেড়টার দিকে এবি পার্টির কিছু নেতা–কর্মী যমুনার সামনে আসেন। তারা যমুনার সামনের সড়কের উল্টো দিকে (যে পাশে হোটেল ইন্টারকন্টিনেন্টাল) অবস্থান নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের স্লোগান দিচ্ছেন।


রাত দুইটার দিকে যমুনার সামনে আসেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতারা। রাত যত গভীর হচ্ছে, যমুনার সামনে জমায়েত তত বড় হচ্ছে। রাত সোয়া দুইটার দিকে কয়েক হাজার নেতা–কর্মী সেখানে অবস্থান করছিলেন।



রাত দুইটার কিছুক্ষণ আগে যমুনার সামনে মাইকে স্লোগান ধরেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় যমুনার আশপাশ স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে। কখনো স্লোগান ওঠে, ‘ব্যান করো ব্যান করো, আওয়ামী লীগকে ব্যান করো’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’ এবং ‘ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর’।


শেয়ার করুন