১৪ মে ২০২৫, বুধবার, ০২:২৬:৩৬ অপরাহ্ন
ডেঙ্গু প্রতিরোধে আন্তঃমন্ত্রণালয়ভিত্তিক বহুবিধ পদক্ষেপ গ্রহণ
  • আপডেট করা হয়েছে : ১৪-০৫-২০২৫
ডেঙ্গু প্রতিরোধে আন্তঃমন্ত্রণালয়ভিত্তিক বহুবিধ পদক্ষেপ গ্রহণ

অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আন্তঃমন্ত্রণালয়ভিত্তিক কার্যক্রম সমন্বিতভাবে গ্রহণ করতে হবে এবং জনসচেতনতা বৃদ্ধিতে অধিকতর গুরুত্ব প্রদান করতে হবে।’


মঙ্গলবার নগর ভবন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের শীতলক্ষ্যা সভাকক্ষে ‘ডেঙ্গু সচেতনতা: ভবিষ্যতে করণীয়’ সংক্রান্ত সভায় উপদেষ্টা এ কথা বলেন।


এ সময় উপদেষ্টা বলেন, ডেঙ্গুর সচেতনতা বৃদ্ধিতে সামাজিক মাধ্যম এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচারণা বৃদ্ধি করতে হবে। এ ছাড়া গ্রামীণ পর্যায়ে সচেতনতা বৃদ্ধিতে এনজিওর সম্পৃক্ততা বাড়াতে গুরুত্বারোপ করেন তিনি।


উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, জনসম্পৃক্ততা বাড়াতে মসজিদ-মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানের পাশাপাশি ভলেন্টিয়ারি প্রতিষ্ঠানের (বিএনসিসি, স্কাউট ইত্যাদি) সদস্যদের যুক্ত করতে হবে। আন্তঃমন্ত্রণালয়ভিত্তিক ডেঙ্গু ও মশক প্রতিরোধে জাতীয় কমিটির সভা দ্রুত আয়োজন এবং পূর্বের গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের কথা উল্লেখ করেন তিনি। এ ছাড়া প্রচার-প্রচারণা বৃদ্ধিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়কে কমিটিতে সম্পৃক্ত করার বিষয়ে বিশেষ গুরুত্ব প্রদান করেন স্থানীয় সরকার উপদেষ্টা। ডেঙ্গু প্রতিরোধে বিশেষজ্ঞ কমিটির কার্যক্রম আরও বাড়ানোর বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন তিনি।


সভায় ডেঙ্গু মশার বিস্তার প্রতিরোধ, মশক নিধনে কর্মপরিকল্পনা, ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা, বর্তমান এবং গত বছরে ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনা, ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং দক্ষিণ সিটি করপোরেশনের গৃহীত কার্যক্রম, মনিটরিং সেলের কার্যক্রমসহ ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।


আলোচনাসভায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা মিজ নূরজাহান বেগম, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন