০৪ জুলাই ২০২৫, শুক্রবার, ০৯:১৩:৩৪ পূর্বাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় নারী শ্রমিক নিহত
  • আপডেট করা হয়েছে : ০৩-০৭-২০২৫
চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় নারী শ্রমিক নিহত

চাঁপাইনবাবগঞ্জ শহরে মোটরসাইকেলের ধাক্কায় রহিমা বেগম (৩৬) নামের এক নারী শ্রমিক নিহত হয়েছেন। তিন সন্তানের জননী রহিমা বগম শহরের সিএন্ডবি ঘাট রহমতপাড়া মহল্লার মন্তাজ আলীর স্ত্রী। তিনি স্থানীয় একটি অটোরাইসমিলে শ্রমিক হিসেবে কাজ করতেন। 


স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অটোরাইসমিলে কাজ শেষে জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর এলাকায় যাওয়ার জন্য ভ্যানে ওঠেন  রহিমা।


শহরের নয়াগোলা মোড় এলাকায় গেলে পেছন থেকে একটি দ্রুতগতির মোটরসাইকেল ভ্যানটিকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়েন তিনি। আহতাবস্থায় উদ্ধার করে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান কালের কণ্ঠকে বলেন, পুলিশ নিহতের মরদেহ উদ্ধারের পর আইনগত ব্যবস্থাগ্রহণ শেষে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।


পুলিশ মোটরসাইকেল চালককে শনাক্ত এবং আটকে কাজ শুরু করেছে।


শেয়ার করুন