১৪ জুলাই ২০২৫, সোমবার, ০১:৩৪:০৭ পূর্বাহ্ন
বিসিবির ভাবনায় সাকিব
  • আপডেট করা হয়েছে : ১৩-০৭-২০২৫
বিসিবির ভাবনায় সাকিব

ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে গত বৃহস্পতিবার যখন ধুঁকছিল বাংলাদেশ দল, তখন ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় দুবাই ক্যাপিটালসের হয়ে গ্লোবাল সুপার লিগের ম্যাচে উড়ছিলেন সাকিব আল হাসান। ঝোড়ো ব্যাটিংয়ে অপরাজিত ফিফটির পর বল হাতে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন তিনি। এরপর আবার আলোচনায় সাকিব। জাতীয় দলের বিপর্যয়ে বাঁহাতি অলরাউন্ডারকে ফেরানো হবে কি না- তা নিয়ে গতকাল প্রশ্নের মুখে পড়তে হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক ইফতেখার রহমানকে।


এমন প্রশ্নের জবাবে পুরনো কথাগুলোই নতুন করে শোনালেন ইফতেখার, ‘বাংলাদেশের সেরা ক্রিকেটার হচ্ছেন সাকিব। এখানে কোনো দ্বিতীয় পছন্দ নেই। তার জন্য দরজা সব সময় খোলা।’ রাজনৈতিক কারণ ও মামলার আসামি হওয়ায় সাকিব দীর্ঘদিন ধরে দেশে ফিরতে পারছেন না।


এমতাবস্থায় বাঁহাতি অলরাউন্ডারকে জাতীয় দলে কিভাবে খেলানো যায়- সেসব নিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম কয়েকজনকে দায়িত্ব দিয়েছেন বলেও জানালেন ইফতেখার, ‘বর্তমান সভাপতি পুরো দায়িত্ব ক্রিকেট পরিচালনা বিভাগ, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের ওপর দিয়েছেন। তাদেরও নজরে এসেছে। সেটা দেখা হবে। তাঁরা অবশ্যই এ ব্যাপারটি দেখবেন।


শেয়ার করুন