চট্টগ্রামের পটিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইনজামুল হক জসিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৩ জুলাই) বিকেলে তাকে বিস্ফোরক ও হত্যাচেষ্টার মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
এর আগে শনিবার রাত ১২টার দিকে নগরীর ২ নম্বর গেট এলাকার একটি রেস্টুরেন্ট থেকে আওয়ামী লীগ নেতা জসিমকে আটক করে পুলিশে সোপর্দ করেন বৈষম্যবিরোধী ছাত্র ও এনসিপির নেতাকর্মীরা।
গ্রেপ্তার জসিম পটিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও পটিয়ার কচুয়াই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতা সূত্রে জানা যায়, অভিযুক্ত জসিম তার পরিচিত কয়েকজনকে সঙ্গে নিয়ে নগরীর ২ নম্বর গেট এলাকার একটি রেস্টুরেন্টে তার মেয়ের জন্মদিন পালন করতে আসেন। সেখানে তাকে দেখতে পেয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীরা পুলিশকে খবর দেন। পরে পাঁচলাইশ থানা পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের মুখ্য সংগঠক তওসিফ ইমরোজ বলেন, ‘লোকজন নিয়ে একটি রেস্টুরেন্টে খেতে আসেন পটিয়ার আওয়ামী লীগ নেতা জসিম চেয়ারম্যান।
তার বিরুদ্ধে পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলা ও গুলি করার মামলা রয়েছে। এ ছাড়া আরো কয়েকটি মামলার এজাহারভুক্ত আসামি তিনি। আমরা বিষয়টি পুলিশকে জানানোর পর পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়।’
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখেন, ‘যেসব আওয়ামী লীগের দোসররা মনে করে জুলাই হারিয়ে গেছে, তারা মুক্ত বাতাসে ঘুরতে পারবে, আমরা বলি তারা ঘুমের ঘোরে আছে।
আমরা আওয়ামী লীগের প্রশ্নে কোনো ছাড় দেব না।’
সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জসিমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান। তিনি বলেন, ‘পটিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে গেল বছরের ৪ আগস্ট হামলা ও গুলি করার অভিযোগে ইনজামুল হক জসিমের বিরুদ্ধে মামলা রয়েছে। শিক্ষার্থীদের কাছ থেকে খবর পেয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। পরে তাকে পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
’
এদিকে রবিবার বিকেলে আওয়ামী লীগ নেতা জসিমকে পটিয়া থানায় দায়ের করা তিনটি বিস্ফোরক ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক বেগম তাররাহুম আহমেদ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলা ও গুলি করার ঘটনায় তিনটি মামলায় আসামি ইনজামুল হক জসিমকে রবিবার বিকেলে পটিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এসব মামলায় জসিমকে রিমান্ডের আবেদন করা হবে।’
প্রসঙ্গত, গেল বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ১১ মাস পর পটিয়ার এই সাবেক চেয়ারম্যান ইনজামুল হক জসিম গ্রেপ্তার হলেন। তবে এখন পর্যন্ত পুলিশ পটিয়ার ১৬টি ইউনিয়ন পরিষদের অন্য কোনো সাবেক চেয়ারম্যানকে গ্রেপ্তার করতে পারেনি। এদের সবাই বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ নানা অভিযোগে মামলার এজাহারভুক্ত আসামি হলেও তারা চট্টগ্রাম শহরের নিজ নিজ বাসায় অবস্থান করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা এখনো সক্রিয় এবং সরকারের বিরুদ্ধে বিভিন্ন নেতিবাচক মন্তব্য করে চলেছেন। এমনকি সামাজিক অনুষ্ঠানেও তাদের প্রকাশ্যে উপস্থিতি চোখে পড়ছে।