১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ০১:২০:৪৯ পূর্বাহ্ন
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে মশাল মিছিল করবে এনসিপি
  • আপডেট করা হয়েছে : ১৬-০৭-২০২৫
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে মশাল মিছিল করবে এনসিপি

গোপালগঞ্জে জুলাই পদযাত্রায় হামলার প্রতিবাদে মশাল মিছিল করবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ।


বুধবার (১৬ জুলাই) বিকালে এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশিরের পাঠানো এক বার্তায় ব্ষিয়টি জানানো হয়েছে।


বার্তায় জানানো হয়, গোপালগঞ্জে জুলাই পদযাত্রায় হামলার প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ মশাল মিছিল করবে। রাত ৮টায় বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মশাল মিছিলটি বের করা হবে।


এদিকে গোপালগঞ্জে জুলাইয়ের নেতাদের উপর হামলার প্রতিবাদে সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 


সারাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব ইউনিটকে স্থানীয় ছাত্রসংগঠন, রাজনৈতিক দলসহ সর্বস্তরের ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে ব্লকেড কর্মসূচি পালনের আহ্বান জানানো যাচ্ছে।


শেয়ার করুন