রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় ক্যাম্পাসের মেডিকেল সেন্টারের অব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন সহপাঠীরা।
বৃহস্পতিবার দুপুরে তিন দফা দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন ঘেরাও করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় তারা মেডিকেল সেন্টারের নামফলকে ‘নাপা সেন্টার’ লেখা ব্যানার ঝুলিয়ে প্রতিবাদ জানান।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো- মৃত শিক্ষার্থীর পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ প্রদান, ক্যাম্পাসে নিয়মিত মশক নিধন কর্মসূচি বাস্তবায়ন এবং বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্র সংস্কার।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর স্মারক লিপি দেন শিক্ষার্থীরা।
আন্দোলনকারীরা জানান, বাংলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মৌমিতা জামান কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার থেকে যথাযথ চিকিৎসা না পেয়ে ২৬ জুলাই অসুস্থ অবস্থায় নিজ বাড়ি কুষ্টিয়ায় যান তিনি। সেখানে হাসপাতালে ভর্তি হওয়ার পর তার মৃত্যু হয়।
বাংলা বিভাগের শিক্ষার্থী ইমন বিল্লাহ বলেন, “বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার নামমাত্র একটি মেডিকেল সেন্টার। এখানে উন্নত চিকিৎসা তো নেই, সাধারণ রোগের চিকিৎসাও পাওয়া যায় না।
“যেকোনো রোগের জন্য সেখানে গেলে নাপা সরবরাহ করা হয়। বিপ্লবী প্রশাসন সংস্কারের নামে শিক্ষার্থীদের সামনে ‘মুলা ঝুলিয়ে’ সময় পার করছেন। ফাঁকা বুলিতে শিক্ষার্থীদের সন্তুষ্ট রাখতে চান তারা।”
বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেবার মান উন্নয়নে কাজ চলছে জানিয়ে উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, “কীভাবে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়ে আলোচনা হচ্ছে।”
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মৌমিতা জামান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কুষ্টিয়ায় নিজ বাড়িতে মারা যান।