২০ জুলাই ২০২৫, রবিবার, ০৫:০৩:৫৫ অপরাহ্ন
প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে যা বললেন জামায়াত আমির
  • আপডেট করা হয়েছে : ২০-০৭-২০২৫
প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে যা বললেন জামায়াত আমির

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার (১৯ জুলাই) প্রথমবারের মতো এককভাবে সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এদিন প্রধান অতিথি হিসেবে সমাবেশে বক্তব্য দেন দলটির আমির ডা. শফিকুর রহমান।  বক্তব্যকালে দুই দফায় অসুস্থ হয়ে পড়েন জামায়াতের শীর্ষ এ নেতা।


সেই অবস্থাতেই বক্তব্য শেষ করেন তিনি। পরে তাকে নেওয়া হয় হাসপাতালে। সেখানে তাকে দেখতে যান বিএনপির শীর্ষ নেতা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতার। হাসপাতালে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও।


পরে জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাতে ভোলেননি ডা. শফিকুর রহমান। ড. ইউনূসের এ সহমর্মিতা স্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছেন তিনি।


রোববার (২০ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে জামায়াত আমির লেখেন, ‘গতকাল সোহরাওয়ার্দী উদ্যানের সভা মঞ্চে অসুস্থ হওয়ার পর মাননীয় প্রধান উপদেষ্টা আমার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন এবং তার প্রেস সচিবকে হাসপাতালেও পাঠিয়েছেন। আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। তার এ সহমর্মিতা স্মরণীয় হয়ে থাকবে।  মহান আল্লাহ তাকে উত্তম জাযা দান করুন। আমীন। ’



জামায়াত আমিরের এ পোস্টের প্রশংসা করেছে নেটিজেনরা। ইতোমধ্যেই পোস্টটিতে ৭৫ হাজারের বেশি রিঅ্যাক্ট পড়েছে। কমেন্ট পড়েছে প্রায় সাত হাজার। শেয়ার হয়েছে প্রায় ৭০০ বার।


শেয়ার করুন