২৫ জুলাই ২০২৫, শুক্রবার, ০৮:৩০:৪২ অপরাহ্ন
অসুস্থ বোধ করছেন খালেদা জিয়া, নেয়া হচ্ছে এভারকেয়ার হাসপাতালে
  • আপডেট করা হয়েছে : ২৪-০৭-২০২৫
অসুস্থ বোধ করছেন খালেদা জিয়া, নেয়া হচ্ছে এভারকেয়ার হাসপাতালে

শারীরিক অবস্হার অবনতি হওয়ায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে।


গত (২৩ জুলাই) দিবাগত রাতে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তাকে হাসপাতালে নেয়া হচ্ছে।


তিনি বলেন, খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হবে কি না তা পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন।


উল্লেখ্য, লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে এ নিয়ে দ্বিতীয়বার চেকআপের জন্য হাসপাতালে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন।


শেয়ার করুন