২৮ জুলাই ২০২৫, সোমবার, ০৫:২৩:০১ অপরাহ্ন
রাজশাহীতে চালককে মারধর, বাস বন্ধ
  • আপডেট করা হয়েছে : ২৮-০৭-২০২৫
রাজশাহীতে চালককে মারধর, বাস বন্ধ

চালককে মারধরের ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকেই চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ, সোনামসজিদ থেকে ছেড়ে আসেনি কোনো যাত্রীবাহী বাস। এতে ভোগান্তির শিকার হচ্ছে যাত্রীরা। তবে রাজশাহী থেকে গোদাগাড়ী ও বালিয়াডাঙ্গা পর্যন্ত বাস চলছে।


তাতেও যাত্রীদের ভোগান্তি খুব একটা কমেনি।

রাজশাহী থেকে চাঁপাই, সোনামসজিদ রুটের যাত্রীদের বিকল্প পরিবহনে যেতে হচ্ছে। অনেকেই রাজশাহী থেকে সোনামসজিদ পর্যন্ত বিভিন্ন স্থানে চাকরি ও ব্যবসার কাজে জড়িত, হঠাৎ বাস বন্ধের ঘটনায় তারা পড়েছে ভোগান্তিতে। সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাস চলাচল স্বাভাবিক হয়নি।


গতকাল রবিবার দুপুরে উত্তরবঙ্গ সড়ক পরিবহন ফেডারেশনের মহাসচিব ও রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বিষয়টি নিশ্চিত করেছেন।


 


শেয়ার করুন