২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১২:৩৬:০৬ পূর্বাহ্ন
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ছুটি বাড়ল
  • আপডেট করা হয়েছে : ২৮-০৭-২০২৫
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ছুটি বাড়ল

স্কুল ভবনে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় বন্ধ রয়েছে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। চলমান ছুটি আরো তিন দিন বাড়িয়েছে কর্তৃপক্ষ। এ নিয়ে তৃতীয় দফায় প্রতিষ্ঠানটির ছুটি বৃদ্ধি করা হলো।


আজ সোমবার বিকেলে প্রতিষ্ঠানটির ভাইস-প্রিন্সিপাল (প্রশাসন) মো. মাসুদুল আলম ছুটি বৃদ্ধির বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।


তিনি জানান, তৃতীয় দফায় আরো তিনদিন—মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার (২৯, ৩০ ও ৩১ জুলাই) ছুটি ঘোষণা করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি স্থায়ী ক্যাম্পাস। আগামী রবিবার (৩ আগস্ট) খুলবে প্রতিষ্ঠানটি।


গত ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ী শাখায় একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনার পর প্রথম দফায় ২২, ২৩ ও ২৪ জুলাই তিন দিনের ছুটি ঘোষণা করা হয়।


পরবর্তীতে দ্বিতীয় দফায় ২৭ ও ২৮ জুলাই (রবি ও সোমবার) ছুটি ঘোষণা করা হয়, যা আজ শেষ হচ্ছে।

স্কুলে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় আজ রবিবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৯টা পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৪৫ জন। 


শেয়ার করুন