২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার, ০৭:৩৬:৪৪ অপরাহ্ন
চার ঘণ্টার ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু, গ্রামজুড়ে শোকের মাতম
  • আপডেট করা হয়েছে : ২৯-০৭-২০২৫
চার ঘণ্টার ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু, গ্রামজুড়ে শোকের মাতম

উঠোনের চারপাশে ভিড় করেছেন গ্রামবাসী। তার ঠিক মাঝখানেই রাখা দুটি খাটিয়া। সেদিকে তাকিয়ে অঝোরে কাঁদছেন প্রতিবেশী-স্বজনরা। মাত্র ৪ ঘণ্টার ব্যবধানে এক সঙ্গে বাবা-ছেলে  মৃত্যুতে এভাবেই নেমে এসেছে শোকের মাতম। শোকে বারবার মূর্ছা যাচ্ছেন পরিবারের সদস্যরা।


সোমবার (২৮ জুলাই) চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উত্তর ডিঙ্গাভাঙ্গা গ্রামে ঘটেছে এমন হৃদয় বিদারক ঘটনা। সেদিন সন্ধ্যায় তাদের দাফন সম্পন্ন হয়েছে।


মৃতরা হলেন, ওই গ্রামের মো. আবুল হাসেম খান (৬০) এবং তার ছেলে মো. সোলেমান খান (৩০)।


স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার হঠাৎ অসুস্থ হয়ে মো. সোলেমান খান অসুস্থ হয়ে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি হন সোলেমান খান। দুদিন পর অসুস্থ হয়ে একই হাসপাতালে ভর্তি হন তার বাবা মো. আবুল হাসেম খান। সোমবার ভোর ৪টা ৪০ মিনিটে চিকিৎসাধীন আবস্থায় মারা যান মো. আবুল হাসেম খান। বাবার মৃত্যুর খবরে চিকিৎসাধীন সোলেমান খান আরও অসুস্থ হয়ে পড়েন। প্রায় ৪ ঘণ্টা পর সকাল ৯টার দিকে মৃত্যুকে আলিঙ্গন করেন তিনিও। সর্বশেষ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।


অল্প সময়ের ব্যবধানে একই পরিবারের দুজনের মৃত্যুতে গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। গ্রামবাসী জানান, মো. আবুল হাসেম খানের চার ছেলে ও তিন মেয়ের মধ্যে সোলেমান খান বড়। মতলব দক্ষিণ উপজেলা সদরের গাউছিয়া মার্কেটে সোলেমানের দর্জি দোকান ছিল। তার আয়েই সংসার চলতো বলে জানিয়েছেন স্বজনেরা।


সোলেমান খানের ছোট ভাই মো. শাহাজালাল খান বলেন, এত অল্প সময়ে বাবা ও বড় ভাইকে হারিয়ে ফেললাম। এই কষ্ট ও শোক কিভাবে সহ্য করবো। বড় ভাইয়ের আয়েই সংসার চলত।


মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহমেদ বলেন, ঘটনাটি শুনেছি। দুজনের মৃত্যুই অসুস্থতাজনিত। তাই এ বিষয়ে থানায় কোনো অভিযোগ হয়নি।


শেয়ার করুন