০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ০১:৩৫:৫৩ অপরাহ্ন
ব্লকবাস্টার ‘সাইয়ারা’, সাফল্যের রহস্য জানালেন আমির খান
  • আপডেট করা হয়েছে : ৩১-০৭-২০২৫
ব্লকবাস্টার ‘সাইয়ারা’, সাফল্যের রহস্য জানালেন আমির খান

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত বলিউড ফিল্ম ‘সাইয়ারা’ অতি অল্প সময়ে বক্স অফিসে দাপট দেখিয়েছে। সাইয়ারার সাফল্য রীতিমতো চমকে দিয়েছে সবাইকে। ভারতে এখন ভুগছে সাইয়ারা জ্বরে। একদম নতুন এক জুটির সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে উপচে পড়া ভিড়।


দীর্ঘদিন পর এমন দৃশ্যের দেখা মিলল বলিউডে।

‘সাইয়ারা’ যখন একের পর এক দর্শকের মন জয় করছে, বিশেষ করে জেনারেশন জেড বা তরুণ প্রজন্মের মধ্যে ট্রেন্ডিংয়ের বিষয় হয়ে ওঠেছে, তখনই এই সিনেমার জনপ্রিয়তা নিয়ে নিজের মতামত জানালেন বলিউড সুপারস্টার আমির খান। সম্প্রতি এক অনুষ্ঠানে আমির বলেন, ‘সাইয়ারা’-এর সাফল্যের পেছনে রয়েছে প্রজন্মভিত্তিক রুচির পরিবর্তন আর গল্প বলার ভিন্ন ধারা।



 

আমির খান বলেন, ‘‘প্রতিটি প্রজন্মেরই ভিন্ন ভিন্ন পছন্দ থাকে।


আর ‘সাইয়ারা’ জেন জেড প্রজন্মের সঙ্গে দারুণভাবে মিলে গেছে।’’ তিনি আরো বলেন, একজন সৃষ্টিশীল মানুষ হিসেবে তিনি সব বয়সী দর্শকের জন্যই নানারকম গল্প নিয়ে আসতে চান, যাতে সবার সঙ্গেই যোগসূত্র তৈরি করা যায়।

আমির খান আরো জানান, তিনি এমন সিনেমা বানাতে চান যা একধরনের দর্শকের জন্য নয়, বরং সব বয়স ও বিভিন্ন রুচির মানুষের জন্য। তিনি বলেন, ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে কাজ করতে পারলে তিনি সৃষ্টিশীলতার স্বাধীনতা পান এবং নানা শ্রেণির দর্শকের কাছে পৌঁছাতে পারেন।


 

আমিরের এই মন্তব্যের ঠিক আগে তাঁর প্রযোজনা সংস্থা বক্স অফিসে ‘সাইয়ারা’-এর সাফল্য উদযাপন করে এক বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে সিনেমার দুই নবাগত অভিনয়শিল্পী আহান পাণ্ডে ও অনিত পাড্ডার অভিনয়ের প্রশংসা করা হয়েছে। সেই সঙ্গে পরিচালক মোহিত সুরিকে ধন্যবাদ জানানো হয়েছে, যিনি নিজের স্বকীয় শৈলী আর আবেগমিশ্রিত গল্প দিয়ে সিনেমাটিকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। একই সঙ্গে সিনেমার সংগীত ও আবেগের মেলবন্ধন তৈরি করে দর্শকের মনে দাগ কাটায় যশ রাজ ফিল্মসের সাহসী সমর্থনেরও প্রশংসা করা হয়েছে।


প্রেম, সংগীত আর তরুণ তারকাদের অনবদ্য রসায়ন- এই তিনের সমন্বয়েই ‘সাইয়ারা’ জেনারেশন জেড-এর কাছে এক ‘ব্রেকআউট হিট’ হয়ে ওঠেছে।


নবাগত আহান পাণ্ডে ও অনিত পাড্ডা দুজনেই তাঁদের অনস্ক্রিন রোম্যান্স ও  অভিনয়ের জন্য দর্শক-সমালোচক উভয়ের কাছেই প্রশংসিত হয়েছেন।


শেয়ার করুন