০৬ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ০৩:১৯:৫৩ অপরাহ্ন
গণঅধিকার পরিষদকে নিষিদ্ধ করার দাবি জাতীয় পার্টির মহাসচিবের
  • আপডেট করা হয়েছে : ০৬-০৯-২০২৫
গণঅধিকার পরিষদকে নিষিদ্ধ করার দাবি জাতীয় পার্টির মহাসচিবের

গণঅধিকার পরিষদকে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির (একাংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেন, ‘যারা রাজনৈতিক কার্যালয়ে আগুন দেওয়ার কর্মসূচি দেয়, তারা রাজনৈতিক দল নয়, তারা সন্ত্রাসী সংগঠন।’


শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর কাকরাইলের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবি জানান তিনি।


জাপার মহাসচিব অভিযোগ করেন, ‘আজ জাতীয় পার্টির অফিসে গণঅধিকার পরিষদের কর্মীরা সন্ত্রাসী হামলা চালিয়েছে। তারা আগুন দেওয়ার মতো অপরাধের সঙ্গে জড়িত। এর দায় তারা এড়াতে পারে না।’


তিনি আরও বলেন, ‘আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি— গণঅধিকার পরিষদকে আরপিও (Representation of the People Order) আইনের অধীনে এবং সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ করা হোক।’


শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘রাষ্ট্র যদি আইন ও ন্যায়ের ভিত্তিতে চলে, তাহলে এই সন্ত্রাসীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। এই হামলার দায় সরকার এড়াতে পারে না।’


তিনি আরও অভিযোগ করেন, ‘যারা গণতন্ত্র ও শান্তিপূর্ণ রাজনীতির কথা বলছে, তাদের হুমকি দেওয়া হচ্ছে, অথচ যারা মব তৈরি করে সহিংসতা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এভাবে দেশ চলতে পারে না।’


নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পাটোয়ারী বলেন, ‘আমাদের পার্টি অফিসে হামলার বিষয়েও পৃথক বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে। আমরা ন্যায়বিচার চাই।’


শেয়ার করুন