১২ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার, ০১:২৬:৫২ পূর্বাহ্ন
সাড়ে ৬ ঘণ্টা পর উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক
  • আপডেট করা হয়েছে : ০৮-০৯-২০২৫
সাড়ে ৬ ঘণ্টা পর উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক

জয়পুরহাটের আক্কেলপুরে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী আন্তঃনগর ৭৯৭ নম্বর কুড়িগ্রাম এক্সপ্রেস রাতে লাইনচ্যুত হওয়ার সাড়ে ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ভদ্রকালী চকরঘুনাথ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 


এ ঘটনায় ঢাকা এবং দক্ষিণাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার পর পার্বতীপুর থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধার করলে সাড়ে ৬ ঘণ্টা পর সকাল সাড়ে নয়টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।


উপজেলার হলহলিয়া রেল ব্রিজের পূর্ব পাশে রেললাইন ভাঙা থাকায় ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়ে প্রায় এক কিলোমিটার দূরে গিয়ে থেমে যায়। আকস্মিক লাইনচ্যুত হওয়ায় ট্রেনের যাত্রীরা আতঙ্কে চিৎকার শুরু করেন। এ কারণে ভোর রাত থেকেই উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকা দক্ষিণ অঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পার্বতীপুর থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম শুরু করে।


 

যাত্রীরা অভিযোগ করেছেন, লাইন সংস্কারে গাফিলতি ও অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। এ সময় ট্রেন থামাতে দেরি হলে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত বলেও জানান তারা।


আক্কেলপুর স্টেশন মাস্টার হাসিবুল হাসান বলেন, পার্বতীপুর থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত হওয়া কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন উদ্ধার করে আক্কেলপুর রেল স্টেশনে নিয়ে আসলে সাড়ে ছয় ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়। 


সান্তাহার রেল স্টেশন মাস্টার খাতিজা খাতুন বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রমে অংশ নিই।


পার্বতীপুর উদ্ধারকারী রিলিফ ট্রেন আসলে লাইনচ্যুত ট্রেনটিতে আক্কেলপুরে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


শেয়ার করুন