০৯ এপ্রিল ২০২৫, বুধবার, ০৫:৫১:১৭ অপরাহ্ন
পদত্যাগের গুঞ্জন, যা বললেন ডমিঙ্গো
  • আপডেট করা হয়েছে : ২৫-০৮-২০২২
পদত্যাগের গুঞ্জন, যা বললেন ডমিঙ্গো

নাটোরের গুরুদাসপুরে পুকুর থেকে উজ্জ্বল হোসেন (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার সকালে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের তালবাড়িয়া গ্রামে একটি পুকুরে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।  

নিহত উজ্জ্বল হোসেন জেলার বড়াইগ্রাম উপজেলার শ্রীরামপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে। 

থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তালবাড়িয়া গ্রামে মজিদ ওয়াহেদের পুকুরে যুবকের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। পরে নিহতের স্বজনরা এসে লাশটি উজ্জ্বলের বলে শনাক্ত করেন। ওই যুবক মৃগীরোগে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে। 

গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন