চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে টানটান উত্তেজনাকর ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে ভারতকে জয় উপহার দেন হার্দিক পান্ডিয়া। তার মতো একজন অলরাউন্ডারের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ তা বুঝাতে গিয়ে বাংলাদেশ দলের টেকনিক্যাল পরামর্শক শ্রীধরন শ্রীরাম বলেন, বাংলাদেশেরও আছে সাকিব। যিনি কিনা দলে আনেন দারুণ ভারসাম্য।
শ্রীরাম বলেন, অলরাউন্ডারের ভূমিকা অতুলনীয়। হার্দিক পান্ডিয়া, বেন স্টোকসের মতো ক্রিকেটার খুব একটা হয় না। এমন অলরাউন্ডার দলে দারুণ ভারসাম্য নিয়ে আসে। আপনি কখনো একজন বাড়তি ব্যাটার কখনো আবার বাড়তি বোলার খেলাতে পারবেন।
তিনি আরও বলেন, হার্দিক আছে বলেই মনে হয়েছে ভারত ১২ জন নিয়ে খেলছে। আমাদেরও আছে সাকিব। ৪ ওভার বল করতে পারে, টপ অর্ডারে ব্যাট করতে পারে।
মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে নিজের শততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামা সাকিব প্রসঙ্গে শ্রীরাম বলেন, সাকিবের টি-টোয়েন্টি ভাবনা খুব আধুনিক। বাংলাদেশের ক্রিকেটে ও খুব ব্যতিক্রম।