১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৩:১৯:৪৩ অপরাহ্ন
ম্যানহাটনের মুসলিম সম্মেলনে যোগ দিলেন নিউইয়র্কের বহু পুলিশ
  • আপডেট করা হয়েছে : ২৭-০৯-২০২২
ম্যানহাটনের মুসলিম সম্মেলনে যোগ দিলেন নিউইয়র্কের বহু পুলিশ

নিউইয়র্কের ম্যানহাটন এলাকায় গত রোববার অনুষ্ঠিত হলো মুসলিমদের বার্ষিক সম্মেলন বা ডে প্যারেড।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে মুসলিমরা এসে প্রতিবছর এ সম্মেলনে যোগ দেন। এ বছর উদযাপন করা হয় ৩৮তম বার্ষিক সম্মেলন। খবর আনাদোলুর।

এবার এ সম্মেলনে যোগ দিয়েছেন নিউইয়র্কের অসংখ্য পুলিশ সদস্য। অনেককেই ইউনিফর্ম পরা অবস্থায় এতে যোগ দিতে দেখা গেছে।

এ উপলক্ষ্যে ম্যানহাটনের ম্যাডিসন অ্যাভিনিউতে ২৪ নম্বর থেকে ২৬ নম্বর সড়ক পর্যন্ত বর্ণাঢ্য এক শোভাযাত্রার আয়োজন করা হয়।

এতে নিউইয়র্ক পুলিশ বিভাগের সদস্য ছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের মুসলিম কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরাও অংশ নেন।

র্যালিতে যুক্তরাষ্ট্র, তুরস্ক, পাকিস্তানসহ বিভিন্ন মুসলিম দেশের পতাকা নিয়ে অংশগ্রহণ করেন যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকরা।

এসব পবিত্র কাবা শরিফ এবং আল-আকসা মসজিদের ছবিসংবলিত প্ল্যাকার্ড নিয়ে আল্লাহু আকবর ধ্বনিতে মুখরিত হয়ে উঠে র্যালিটি।

পরে খাবার উৎসব এবং মনোজ্ঞ ইসলামিক সংগীতানুষ্ঠানেও আয়োজন করা হয়।

শেয়ার করুন