ইউক্রেন লড়াইয়ে অংশগ্রহণে রাজি না হওয়ার জেরে রাশিয়ার ন্যাশনাল গার্ডের ১১৫ জন সদস্যকে বরখাস্ত করা হয়েছে। গার্ডিয়ান জানিয়েছে, রাশিয়ার সশস্ত্র বাহিনীর সদস্যরাও ইউক্রেনে হামলার বিরোধিতায় সৌচ্চার হয়ে উঠছে।
গত বুধবার রাশিয়ার কাবারডিনো-বালকারিয়ার একটি সামরিক আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে, প্রয়োজনীয় নথি পরীক্ষার পাশাপাশি রাশিয়ার নিরাপত্তা বাহিনীর ন্যাশনাল গার্ডের সদস্যদের এ ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
তদন্তে উঠে এসেছে, ওই ১১৫ জন সদস্য ইচ্ছাকৃতভাবে দায়িত্ব পালনে অস্বীকার করেছিল।
এ নিয়ে সামরিক গোপনীয়তা রক্ষার্থে কিছুটা আড়ালে শুনানি অনুষ্ঠিত হয়েছে।
বরখাস্তের বিরোধিতা করে ওই সেনারা আদালতের দ্বারস্থ হয়েছিল। তবে সামরিক আদালত গত বুধবার তাদের আবেদন প্রত্যাখ্যান করেছে।
ক্রেমলিনের তরফ থেকে এ ব্যাপারে অবশ্য কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।