ক্রিকেট বিশ্বের এ সময়ের সেরা ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম রোহিত শর্মা। ভারতীয় এই ওপেনার মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় খেলায় ইনিংসের দ্বিতীয় বলেই কাগিসো রাবাদার বলে বোল্ড হয়ে ফেরেন।
এদিন শূন্যরানে ফেরার মধ্য দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একটি রেকর্ড গড়ে ফেললেন রোহিত। ভারতের এই অধিনায়ক টপকে গেলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম ও আয়ারল্যান্ডের তারকা ক্রিকেটার কেভিন ও’ব্রায়নকে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সব থেকে বেশিবার (৪৩) শূন্য থেকে নয় রানের মধ্যে আউট হওয়ার রেকর্ড করলেন রোহিত।
এ তালিকায় রোহিত, কেভিন ও’ব্রায়েনের (৪২) পরেই রয়েছেন বাংলাদেশের মুশফিকুর রহিম (৪০), আফগানিস্তানের মোহাম্মদ নবি (৩৯) এবং পাকিস্তানের শহিদ আফ্রিদি (৩৭)।