বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরুর আগেই রাজশাহী শহরে ইন্টারনেট সেবা বন্ধ হয়ে গেছে। আজ শনিবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) জাতীয় সংগীতের মাধ্যমে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। সকাল সাড়ে ১০টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। তবে সকাল সাড়ে ৯টা থেকেই মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়।
এর ফলে রাজশাহী শহরবাসী এবং বিএনপির গণসমাবেশে অংশ নেওয়া লোকজনসহ ভোগান্তিতে পড়েন সংবাদকর্মীরাও। সমাবেশস্থলে আসা একটি বেসরকারি টিভি চ্যানেলের ক্যামেরাপারসন মাহফুজ আহমেদ সমকালকে বলেন, ‘শনিবার সকাল ৮টায় ও ৯টায় আমরা লাইভ করেছি। কিন্তু ১০টায় লাইভ করতে গিয়ে দেখি মোবাইল ইন্টারনেট নেই। পরে অফিসে গিয়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের সাহায্যে ফুটেজ পাঠিয়েছি।’
এদিকে বিএনপির সহ-ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন সমকালকে বলেন, ‘আমরা আগে থেকেই আশংকা করছিলাম ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হতে পারে। তাই আমরা ব্রডব্যান্ড ইন্টারনেটের ব্যবস্থা করেছিলাম। সেটিরও লাইন কেটে দেওয়া হয়েছে। লাইন মেরামতের কাজ চলছে।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘সমাবেশ চলাকালে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ থাকবে।’