১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ১০:২৩:৩৬ পূর্বাহ্ন
সরকারের বড় সাফল্য বিনামূল্যে বই পৌঁছে দেওয়া
মো: তৌফিকুর রহমান শিশির নওগাঁ থেকে
  • আপডেট করা হয়েছে : ০১-০১-২০২৩
সরকারের বড় সাফল্য বিনামূল্যে বই পৌঁছে দেওয়া সরকারের বড় সাফল্য বিনামূল্যে বই পৌঁছে দেওয়া

খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বছরের প্রথম দিন হাতে নতুন বই পাওয়ায় শিক্ষার্থীরা পড়াশোনায় উৎসাহিত হচ্ছে। বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণকে শিক্ষা ক্ষেত্রে  ‘মাইলফলক’ বলে তিনি উল্লেখ করেন। রোববার সকালে নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সরকারি মডেল উচ্চবিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে  "পাঠ্যপুস্তক বিতরণ উৎসব" অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রী একই সাথে সাপাহার ও নিয়ামতপুর উপজেলার সাথে ভার্চুয়ালি যুক্ত হয়ে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠান উদ্বোধন করেন। খাদ্যমন্ত্রী বলেন, ছাত্র ছাত্রীদের জন্য আজ খুশির দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের এই খুশির উপলক্ষ তৈরি করে দিয়েছেন। একযোগে দেশের সব জায়গায় সকল শিক্ষার্থীর কাছে বছরের প্রথম দিনেই বই পৌঁছে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ হয়েছে। শিক্ষার অনেক কন্টেন্ট এখন ডিজিটাল। শিক্ষার্থীদের লেখা পড়ায় স্মার্ট হওয়ার আহবান জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, শুধু পোশাকে নয়, চিন্তা চেতনায় স্মার্ট হতে হবে। এ সময় তিনি শিক্ষার্থীদের শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ কর্ণধার বলে উল্লেখ করেন। শেখ হাসিনা যত দিন বেঁচে আছেন, তত দিন বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারবে না উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, বৈশ্বিক আর্থিক সংকটে অনেক দেশ বই ছাঁপাতে পারছেনা। সেখানে দেশের সব শিক্ষার্থীদের কাছে বিনামূল্যে বই পৌঁছে দেওয়া সরকারের বড় সাফল্য। পোরশা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোর্শেদ চৌধুরী। এ সময় ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, নিতপুর সরকারি মডেল উচ্চবিদ্যালয় ও কলেজর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার, থানা অফিসার ইনচার্জ শাহ্ আলম সরদার, শিক্ষা কর্মকর্তা মাযহারুল ইসলাম, ইউআরসি ইন্সিট্রাক্টর কামরুজ্জামান সরদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উেেল্লখ্য, এ উপজেলায় ২০২৩ সালে প্রাথমিক পর্যায়ে ৬৭ হাজার ৯ ৫৪ কপি এবং মাধ্যমিক পর্যায়ে ১ লাখ ৮৫ হাজার ২৭০কপি বই বিতরণ করা হবে। এর আগে খাদ্যমন্ত্রী মহাদেবপুর-সরাইগাছি-পোরশা (জেড ৫৪৫৬) সড়কের সরাইগাছি- নিতপুর অংশের প্রায় ৯ কিলোমিটার সড়কের উন্নয়ন কাজের ফলক উন্মোচন ও কাজের উদ্বোধন করেন। এ সড়কের নির্মাণ শেষ হলে পোরশার সাথে নওগাঁ জেলা শহরের সড়ক যোগাযোগ সহজ হবে সংশ্লিষ্টরা বলছেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজন সমাজসেবা অধিদদপ্তরের সহযোগীতায় এক অনুষ্ঠানে প্রধান অতিথি খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার ক্ষুদ্র-নৃগোষ্ঠী সম্প্রদায়ের ১৩২জন ছাত্র-ছাত্রীকে এককালিন অনুদান ও ৬৪ জন বয়স্ক, বিধবা ও অসহায়কে আর্থিক অনুদানের ৭৮ লক্ষ ৪ হাজার টাকার চেক প্রদান করেন। এছাড়াও প্রধান অতিথি উপজেলা উন্নয়ন সহায়ক খাতের অনগ্রসর উপজেলা বিবেচনায় বরার্দ্ধকৃত অর্থে- দু:স্থ মহিলাদের মাঝে ১২০ টি সেলাইমেশিন ও বিভিন্ন মসজিদে ৪৬ টি খাটিয়া সহ গিলাফ এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে এসিস্টি ডিভাইস বিতরণ করেন। অপরদিকে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র এর ব্যবস্থাপনা কমিটির সভায় যোগ দেন। 

শেয়ার করুন