নরসিংদীর রায়পুরায় এবার দুর্বৃত্তদের গুলিতে নিহত হলেন মো. স্বপন আহমেদ (৪২) নামে এক সাবেক ইউপি সদস্য।
শনিনার সকালে মেঘনার শাখা পাগলা নদীর পাড় বড়ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত স্বপন আহমেদ উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের বটতলীকান্দি গ্রামের সিরাজ মিয়ার ছেলে ও ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা করা হয়নি।
জানা যায়, তিনি ওই এলাকার সাবেক চেয়ারম্যান আশরাফুল হক সরকারের সমর্থক এবং তার বিরুদ্ধে হত্যা, লুটপাট ঘটনায় ১২টি মামলা রয়েছে।
স্থানীয়রা জানায়, নিহত স্বপন পুলিশের ভয়ে রাতে নদীতে নৌকায় অবস্থান করতেন। শুক্রবার রাতে পাগলা নদীর বড়ঘাট এলাকা থেকে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।
বাঁশগাড়ী ইউপি চেয়ারম্যান রাতুল হাসান জাকির বলেন, আমি গতকাল থেকে ঢাকায় অবস্থান করছি। সকালে স্বপন নিহত হওয়ার ঘটনা শুনে খোঁজ নিয়েছিলাম। কে বা কারা তাকে হত্যা করে নদীর পাড়ে ফেলে রেখে চলে গেছেন। তার পারিবারিক বিষয় নিয়ে প্রতিবেশীর সঙ্গে সমস্যা চলছে।
রায়পুরা থানার এসআই আবুল কালাম বলেন, আমরা শুনেছি গুলিবিদ্ধ অবস্থায় সাবেক ইউপি স্বপন আহমেদের লাশ নদীর পাড়ে পড়ে আছে।
এর আগে নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খান দুর্বৃত্তদের গুলিতে আহত হওয়ার খবর পাওয়া যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।