১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৩:৪২:১২ অপরাহ্ন
বিমানবন্দরে ২ লাখ ৩০ হাজার অবৈধ ডলারসহ দুই যাত্রী আটক
  • আপডেট করা হয়েছে : ০২-০৬-২০২২
বিমানবন্দরে ২ লাখ ৩০ হাজার অবৈধ ডলারসহ দুই যাত্রী আটক

বৈধ ঘোষণা ছাড়া বিপুল পরিমাণ মার্কিন ডলার সঙ্গে নিয়ে বিমানবন্দর দিয়ে দেশের বাইরে যাওয়ার চেষ্টাকালে দুই যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। দুই যাত্রীর কাছ থেকে মোট ২ লাখ ৩০ হাজার ৫০০ মার্কিন ডলার জব্দ করা হয়েছে।

বুধবার সন্ধ্যা ও রাতে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক এই ঘটনা ঘটে। ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

ডলারসহ গ্রেফতার দুই যাত্রীর নাম মাহমুদা ফিরোজ ও মেহমেত রেমজি।

মাহমুদা ফিরোজ বাংলাদেশি। তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছিলেন। আর মেহমেত রেমজি তুরস্কের নাগরিক। তিনি তুরস্কে যাচ্ছিলেন।

ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ জানায়, বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মাহমুদা ফিরোজ নামের যাত্রীকে বিমানবন্দরের ৭ নম্বর বোর্ডিং গেটে আটক করা হয়। তার কাছে ৩০ হাজার ৫০০ মার্কিন ডলার পাওয়া যায়। তিনি এমিরেটস এয়ারলাইনের ইকে-৫৮৭ ফ্লাইটের যাত্রী ছিলেন।

রাত সাড়ে ৯টার দিকে মেহমেত রেমজি নামের যাত্রীকে বিমানবন্দরের ১০ নম্বর বোর্ডিং গেটে আটক করা হয়। তার কাছে দুই লাখ মার্কিন ডলার পাওয়া যায়। তিনি টার্কিশ এয়ারলাইনসের টিকে ৭১৩ ফ্লাইটের যাত্রী ছিলেন।

ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তারা বলেন, কোনো প্রকার বৈধ ঘোষণা ছাড়াই এই দুই যাত্রী মোট ২ লাখ ৩০ হাজার ৫০০ মার্কিন ডলার সঙ্গে নিয়ে বিমানবন্দর পার হওয়ার চেষ্টা করছিলেন। 

দুই যাত্রীর বিরুদ্ধে পৃথক দুটি ফৌজদারি মামলা করা হয়েছে বলে জানায় ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ। 

শেয়ার করুন