বগুড়ায় যাত্রীবাহী বাস উল্টে দুজন নিহত


, আপডেট করা হয়েছে : 28-06-2023

বগুড়ায় যাত্রীবাহী বাস উল্টে দুজন নিহত

বগুড়ার শিবগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ বুধবার সকাল ৬টার দিকে উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের চণ্ডীহারা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত একজনের নাম মো. আল আমিন (১৫)। তিনি রংপুরের মিঠাপুকুর উপজেলার বাসিন্দা। অপর ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।


পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, ঢাকা থেকে রংপুরগামী বৈশাখী পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।


গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা সম্ভব হয়নি। দুর্ঘটনায় নিহত এক ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া গেলেও অপর ব্যক্তির নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার