ঈদের ছুটি শেষে সরকারি অফিস খুলছে আগামীকাল


নিউজ ডেস্ক , আপডেট করা হয়েছে : 01-07-2023

ঈদের ছুটি শেষে সরকারি অফিস খুলছে আগামীকাল

ঈদুল আজহার ছুটি শেষে আগামীকাল রোববার (২ জুলাই) খুলছে সচিবালয়সহ সরকারি অফিস-কর্মস্থল। গত ২৭ জুন থেকে শুরু হয়েছে সরকারি চাকরিজীবীদের ছুটি। টানা পাঁচ দিনের ছুটি শেষ হচ্ছে আজ শনিবার (১ জুলাই)। গত বৃহস্পতিবার (২৯ জুন) দেশে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে।



এবার ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৮, ২৯ ও ৩০ জুন (বুধ, বৃহস্পতি ও শুক্রবার) ছুটি নির্ধারিত ছিল। কিন্তু ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশ অনুযায়ী সরকার একদিন ছুটি বাড়িয়ে ২৭ জুনও (মঙ্গলবার) সাধারণ ছুটি ঘোষণা করে সরকার।


এরপর ১ জুলাই শনিবার সাপ্তাহিক ছুটি। তাই এবার ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পেয়েছেন সরকারি চাকরিজীবীরা।


গ্রামে থাকা আত্মীয়-পরিজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছেড়েছেন লাখ লাখ মানুষ। রোববার কর্মস্থলে যোগ দিতে এরই মধ্যে রাজধানীতে ফিরতেও শুরু করেছেন চাকুরেরা। অন্যান্য বছরের মতো অনেকে রোববার সকালে ঢাকায় ফিরে সরাসরি অফিসে যোগ দেবেন।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার