পাঁচ জেলের লাশ উদ্ধার, নিখোঁজ ২


, আপডেট করা হয়েছে : 01-07-2023

পাঁচ জেলের লাশ উদ্ধার, নিখোঁজ ২

চরফ্যাশনে মেঘনায় ট্রলার ডুবির ঘটনায় পাঁচ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যার পর এই রিপোর্ট লেখা পর্যন্ত ছয় জেলে উদ্ধার হলেও এখনো নিখোঁজ রয়েছেন দুইজন। 

গত ২৫ জুন চর নিজামে ট্রলার ডুবির ঘটনা ঘটে। ঘটনার পাঁচ দিন পর শুক্রবার দুপুরের দিকে রাঙ্গাবালির সোনারচরে নিখোঁজ জেলেদের ভাসমান লাশ উদ্ধার করা হয়। 

নিহতরা হলেন- মো. হারুন দর্জি (৪৩), শরীফ হোসেন (২২), আবদুস সাত্তার (৩৮), নুরুল ইসলাম (৭৮) ও ফজলে করিম মহাজন (৬৫)।  এদের মধ্যে নুরুল ইসলামের বাড়ি চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে। অন্য চারজনের বাড়ি পূর্ব চর মাদ্রাজের ৭ নম্বর ওয়ার্ডে।

চরফ্যাশন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কেএম শাফিউল জানান, রহিম মাঝি (৫৩) ও শিহাব (১৫) নামে দুই জেলে এখনো নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে কোস্টগার্ড অভিযান অব্যাহত রেখেছে।

দক্ষিণ আইচা থানার ওসি শাখাওয়াত হোসেন বলেন, পাঁচ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো দুই জেলে নিখোঁজ রয়েছেন।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার