ইউক্রেনের পূর্বাঞ্চলের সেভেরোদেনেৎস্ক শহরে ‘তীব্র’ লড়াই চলছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি এবং দেশটির সামরিক গোয়েন্দাপ্রধান।
রয়টার্সের খবরে বলা হয়েছে, পূর্ব ইউক্রেনের দোনবাস অঞ্চলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিল্প শহর সেভেরোদোনেতস্কে দখল নিতে হামলা জোরদার করে রুশ বাহিনী। শহরটির ৮০ শতাংশ রাশিয়ার দখলে চলে গেছে।
সোমবার রাতে এক ভিডিও বক্তৃতায় জেলেনস্কি বলেন, রুশ সেনারা সেখানে সুবিধাজনক অবস্থানে রয়েছে। তারা সংখ্যায় অধিক। তবে ইউক্রেনীয় যোদ্ধাদের পাল্টা লড়াই করার সুযোগ রয়েছে।
এর আগে ইউক্রেনের সামরিক গোয়েন্দাপ্রধান মেজর জেনারেল কিরিলো বুদানভ দাবি করেন, শহরটি থেকে রাশিয়ার সেনারা পিছু হটছেন। যদিও লুহানস্ক অঞ্চলের গভর্নর বলছেন, সেভেরোদোনেৎস্কে তাদের পরিস্থিতির ‘কিছুটা অবনতি’ হয়েছে।
ইউক্রেনের জাতীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে লুহানস্ক অঞ্চলের গভর্নর সেহেরি হাইদাই বলেন, ‘সেভেরোদোনেৎস্কে তীব্র লড়াই চলছে। রুশ হামলার মুখে আমাদের সেনারাও কিছু সময় পাল্টা হামলা চালিয়েছিলেন। তারা শহরটির প্রায় অর্ধেক মুক্ত করেছেন। তবে এখন আবার আমাদের জন্য পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে।’