এমিরেটসের বিমান থেকে ৩০ কোটি টাকার স্বর্ণ জব্দ


, আপডেট করা হয়েছে : 17-07-2023

এমিরেটসের বিমান থেকে ৩০ কোটি টাকার স্বর্ণ জব্দ

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইনসের একটি বিমানের সিট থেকে ৩০ কোটি মূল্যের ২৬ কেজি স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ। তবে এগুলোর মালিক পাওয়া যায়নি।

আজ সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউসের এআরও সারোয়ার কবীর।

তিনি জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার গোপন তথ্যের ভিত্তিতে দুবাই থেকে আসা বিমানবন্দরে আসা ইকে-৫৮৪ ফ্লাইটে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বিমানটির ১১টি সিটের নিচ থেকে নীল রঙের স্কচটেপে মোড়ানো অবস্থায় ডিম্বাকৃতির স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়েছে।

সারওয়ার কবীর আরও জানান, উদ্ধারকৃত স্বর্ণ পেস্টের ওজন প্রায় ২৬ কেজি। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ কোটি টাকা। 

উদ্ধারকৃত স্বর্ণ বারগুলো মালিকবিহীন অবস্থায় পাওয়া যায়। ইভেন্ট্রি করে পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান এআরও সারোয়ার কবীর।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার