এক যুগ পর উৎসব মুখর পরিবেশে রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে।
সোমবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়।
এখন পর্যন্ত কোথাও কোন বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
সকাল ৮ টার দিকে চরখিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা গেছে, ভোটারদের সরব উপস্থিত।
নারী-পুরুষ ভোটাররা লাইন ধরে ভোট দিচ্ছে। বিভিন্ন বয়সী ভোটাররা ভোট দিতে এসে স্বস্তি প্রকাশ করে বলেন, সীমানা জটিলতা থাকায় একযুগ পর ভোট দিতে আসায় ভালো লাগছে। আশা করি সুষ্ঠু পরিবেশে ভোট সম্পন্ন হবে।
ইউপি সদস্য প্রার্থী শহিদুল ইসলাম বলেন, ভালো পরিবেশে ভোট হচ্ছে। তিনি নিজের জয়ের ব্যাপারে আশাবাদী।
চরখিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আবু বাশির বলেন, এই কেন্দ্রে মোট ভোটার ১৭৩১।
এখন পর্যন্ত ভোটারদের উপস্থিতি ভালো এবং সুষ্ঠুভাবেই ভোট শেষ হবে বলে আশা করেন।
এদিকে ভোট কেন্দ্রের পরিবেশ ঠিক রাখতে পুলিশ আনসারসহ সাদা পোশাকে দায়িত্ব পালন করতে দেখা গেছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মতিহার জোনের এডিসি এএসপি একরামুল হক বলেন, নির্বাচন সুষ্ঠু করতে সকল প্রস্তুতি আছে। কোন বিশৃঙ্খলা হলে ছাড়া দেয়া হবে না। আশা করি সুষ্ঠুভাবেই ভোট সম্পন্ন হবে।
এই নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৯ ও সাধারণ সদস্য পদে ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।