এফএও’র কর্মসূচিতে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী


, আপডেট করা হয়েছে : 25-07-2023

এফএও’র কর্মসূচিতে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

ইতালির রোমে বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আজ সোমবার (২৪ জুলাই) ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়াও রোম সফরকালে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক কিউ দোঙ্গিউ ও ইন্টারন্যাশনাল ফান্ড অব অ্যাগ্রিকালচার ডেভেলপমেন্টের প্রেসিডেন্ট আলভারো ল্যারিও।

এ সফরকালে প্রধানমন্ত্রী ইউরোপের বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়ে আঞ্চলিক দূত সম্মেলনেও অংশ নেবেন। পাশাপাশি ২৫ জুলাই ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটি আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন তিনি।

এর আগে, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট রোববার ভোর ৫টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইতালির উদ্দেশে যাত্রা করে।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার