মাদক ব্যবসায়ীকে পুলিশে দিলেন স্থানীয়রা


, আপডেট করা হয়েছে : 08-06-2022

মাদক ব্যবসায়ীকে পুলিশে দিলেন স্থানীয়রা

সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর বাজারে ১ কেজি গাঁজাসহ তুহিন মিয়া (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

তার বিরুদ্ধে দিরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বুধবার বেলা ১১টায় তাকে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে। 

গ্রেফতার মাদক ব্যবসায়ী তুহিন মিয়া শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের উজানগাঁও গ্রামের শাহ আলম মিয়ার ছেলে। 

স্থানীয়রা জানান, শ্যামারচর বাজারসংলগ্ন এলাকায় একই ইউনিয়নের দৌলতপুর গ্রামের মহসিন মিয়ার সহযোগিতায় কয়েকজন যুবক মিলে ১ কেজি গাঁজাসহ তুহিন মিয়াকে আটকে রেখে দিরাই থানায় খবর দেন। 

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে রাত ১১টার দিকে গাঁজাসহ আটক তুহিন মিয়াকে থানায় নিয়ে যান। 
চরনারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পরিতোষ রায় জানান, এলাকার লোকজন গাঁজাসহ ওই মাদক ব্যবসায়ীকে ধরে পুলিশে খবর দেন। 

এলাকায় মাদকের ভয়াবহতা দিন দিন বাড়ছে বলে ইউপি চেয়ারম্যান উদ্বেগ প্রকাশ করে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে কঠোর হতে হবে এবং এর পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার