সীতাকুণ্ডের আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু


, আপডেট করা হয়েছে : 08-06-2022

সীতাকুণ্ডের আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু

সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুন ও বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজন মারা গেছেন। বুধবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

তার নাম মাসুদ রানা। ৩৭ বছর বয়সি ওই যুবক ডিপোতে কনটেইনার ওঠা-নামার কাজ করতেন। তার বাড়ি জামালপুরের সরিষাবাড়ী উপজেলায়।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার।

আগুনের ঘটনায় এ নিয়ে ৪৪ জনের মৃত্যু হলো। এর আগে মঙ্গলবার ডিপোর পোড়া ধ্বংসস্তূপ থেকে দুজনের দেহাবশেষ উদ্ধার করার কথা জানায় ফায়ার সার্ভিস।

শনিবার রাত ১০টার দিকে সীতাকুণ্ডের ওই কনটেইনারে ভয়াবহ আগুনে বহু হতাহতের খবর আসে। আহতদের মধ্যে ৯০ জন এখনো চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এ ছাড়া ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আরও ১৪ জন ভর্তি আছেন।
 


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার