ফুলবাড়ীতে চেক ও সনদ বিতরণ অনুষ্ঠিত


, আপডেট করা হয়েছে : 31-07-2023

ফুলবাড়ীতে চেক ও সনদ বিতরণ অনুষ্ঠিত

দিনাজপুর ফুলবাড়ীতে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলার মহিলাদের আয়বর্ধক প্রশিক্ষণ প্রকল্পের আওয়াতয় ১ শতজন প্রশিক্ষনাথীদের মাঝে ১১ লক্ষ ৭৪ হাজার ৬শত টাকার চেক ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।


সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মীর মোঃ আল কামাহ্ তমাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের মাঝে চেক ও সনদ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ মোস্তফিজুর রহমান ফিজার এমপি। 

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ  আতাউর রহমান মিল্টন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) মোঃ ফরহাদ হোসাইন,ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজার রহমান,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ  এনামুল হক,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা,প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার সাংবাদিকগন ।


উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল বলেন, মহিলাদের আয়বর্ধক প্রশিক্ষণ প্রকল্পের আওতায় প্রশিক্ষণে উপস্থিত পরিসংখ্যানের মাধ্যমে প্রতি একজনের মাঝে ১২ হাজার টাকার চেক বিতরণ করা হয়।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার